• ‘হীরা মানিক জ্বলে’ উঠেছে টালা বারোয়ারিতে, ঘুরে দেখুন হীরক রাজার দেশ
    আনন্দবাজার | ১২ অক্টোবর ২০২৪
  • টালা বারোয়ারির দুর্গা মন্ডপে এই বছর বসেছে হীরক রাজার সভা। হীরক রাজার যেমন মগজ ধোলাই এর জন্য একটি যন্তর মন্তর ঘর ছিল, ঠিক সেরকমই একটি অদ্ভুত যন্ত্র দেখতে পাবেন টালা বারোয়ারির মন্ডপ প্রাঙ্গণে। সঙ্গে রয়েছে হীরক রাজার দেশের আশ্চর্য সব জিনিস।

    দর্শনার্থীদের জন্যই এবার যন্তর মন্তর ঘর তৈরি করা হয়েছে। পুজো দেখতে হলে আপনাকে ঢুকতেই হবে সেই ঘরে। সত্যজিৎ রায়কে স্মরণ করেই টালা বারোয়ারির এই বছরের থিম ‘হীরা মানিক জ্বলে’। শিল্পী সোমনাথ তামলী।

    পুজো উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য জানাচ্ছেন বহু বছর ধরেই টালা বারোয়ারির সঙ্গে সত্যজিৎ রায়ের একাত্ম সম্পর্ক। এই পুজো শুরু হয়েছিল তাঁর জন্মবর্ষ

    অর্থাৎ ১৯২১ সালে। টালা বারোয়ারির খুব কাছেই অপুর সংসার ছবিটির শুটিং হয়েছিল। হিসেব মতো চলতি বছরে সত্যজিৎ রায়ের ১০৪ তম জন্মবার্ষিকী এবং টালো বারোয়ারির পুজোও ১০৪ তম বছরে পা দিল।
  • Link to this news (আনন্দবাজার)