• পুজো মণ্ডপে প্রতিবাদ নয়! স্লোগান কাণ্ডে ৯ ছাত্রের জামিন দিয়ে নির্দেশ হাইকোর্টের
    News18 বাংলা | ১২ অক্টোবর ২০২৪
  • কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে মণ্ডপে স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া ৯ ছাত্রের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এই নির্দেশ দিয়েছেন৷

    একই সঙ্গে বিচারপতি জানিয়ে দিয়েছেন, ওই ছাত্ররা কোনও পুজো মণ্ডপে স্লোগান দিতে পারবেন না৷ শুধু তাই নয়, পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে কোনও কোনও প্রতিবাদ জানানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার৷ পাশাপাশি, রাজ্য সরকারের উদ্যোগে হওয়া দুর্গাপুজোর কার্নিভালের আয়োজনেও কোনওভাবে বাধা সৃষ্টি বা গন্ডগোল করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট৷

    সপ্তমীর দিন দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে আরজি কর আন্দোলনের সমর্থনে স্লোগান দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন ৯ ছাত্র৷ তাঁদের এক সপ্তাহের পুুলিশি হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত৷ শুক্রবার জামিন পেলেও সম্ভবত শনিবার জেল থেকে ছাড়া পাবেন ৯ ছাত্র৷

    এ দিন ধৃতদের জামিন দিয়ে বেশ কিছু শর্তও দেয় হাইকোর্ট৷ ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে৷ কোনও পুজো মণ্ডপে তাঁরা আর প্রতিবাদ করে স্লোগান দিতে পারবেন না৷ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ধৃতদের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে বলেও জানিয়েছে হাইকোর্ট৷
  • Link to this news (News18 বাংলা)