আলিপুরদুয়ার: দায়বদ্ধতা এই থিম এবারে আলিপুরদুয়ার শহর তথা জেলাবাসীকে উপহার দিল দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। এবারে এই পুজোর ৭৬ তম বর্ষ। প্রতিবছর নতুন থিম দুর্গাপুজোতে জেলাবাসীকে উপহার দিয়ে থাকে এই ক্লাব।
জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে ক্লাবটি। অব্যবহৃত জিনিস দিয়ে মণ্ডপসজ্জা কিভাবে আকর্ষণীয় করা যায় সেদিকে প্রতিবছর নজর থাকে এই ক্লাবের। দুবছর আগে দুর্গা পুজোয় টায়ার ও টিউব দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছিল এই ক্লাব। গত বছর কাঁচের বোতল দিয়ে মণ্ডপ সাজিয়েছিলেন তারা। এবছর থিম দায়বদ্ধতা। প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে এই মণ্ডপ তৈরি করা হয়েছে।
হোগলা পাতা, পেঁপে গাছের ছাল, তালের খোসা, বাঁশ, বিভিন্ন গাছের বাকল ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে বলে জানালেন ক্লাবের পক্ষ থেকে দীপ্ত চ্যাটার্জী।নদীয়া থেকে শিল্পীরা এসে এই কাজ করেছেন। দীপ্ত চ্যাটার্জী জানান, “মানুষ আমাদের পুজোর থিম যাতে সারা বছর মনে রাখতে পারে, সেদিকটা আমরা দেখি, বাজেট ধরে চলিনা। থিমের মাধ্যমে শিক্ষামূলক ভাবনার উপস্থাপনা করি।এবারে প্রকৃতি রক্ষার আহ্বান জানালাম।”