মেডিক্যাল কলেজগুলিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? জুনিয়র ডাক্তারদের রিপোর্ট দিল রাজ্য সরকার
News18 বাংলা | ১২ অক্টোবর ২০২৪
নিরাপত্তার জন্য ও মেডিক্যাল কলেজগুলিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, তার স্ট্যাটাস রিপোর্ট জুনিয়র ডাক্তারদের পাঠাল রাজ্য সরকার। শুক্রবার জুনিয়র চিকিৎসকদের ইমেল করে জানানো হল এই রিপোর্ট।
জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল করে হাসপাতালগুলির স্ট্যাটাস রিপোর্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। নিরাপত্তা নিয়ে কী কী কাজ রাজ্য করেছে? সে বিষয়ে জিজ্ঞাস্য ছিল চিকিৎসকদের। রাজ্যের মুখ্য সচিব তার উত্তরে এই স্ট্যাটাস রিপোর্ট পাঠালেন।
রিপোর্টে দেখা যাচ্ছে চিকিৎসা পেশাদারদের নিরাপত্তা ও নিরাপত্তা বাড়াতে, ব্যাপক পরিকাঠামোর উন্নয়নের উল্লেখ রয়েছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ জুড়ে উন্নয়ন চলছে।
রিপোর্টে রয়েছে, ৭০৫১টি সিসিটিভি ইন্সটল করা হচ্ছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। সঙ্গে ৮৯৩টি নতুন ডিউটি রুম, ৭৭৮টি শৌচালয়, সঠিক আলোর ব্যবস্থাও থাকছে। এলার্ম সিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোলও সমস্ত মেডিক্যাল কলেজ জুড়ে প্রয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
রাজ্যের পক্ষে থেকে ১১৩ কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে মেডিক্যাল কলেজগুলির এই সব প্রকল্পের জন্য।
বিভিন্ন অভিযোগ জানানোর জন্য প্রতিকার হেল্পলাইন প্রতিষ্ঠা করা হয়েছে। স্বাস্থ্যসেবা সুবিধা, টোল-ফ্রি নম্বর 1800-257-0511 এর মাধ্যমে যে কোনও সময় অভিযোগ জানানো যাবে। স্বাস্থ্যসেবা স্টেকহোল্ডারদের ইমেলের মাধ্যমে রাজ্য অভিযোগ নিষ্পত্তি কমিটির কাছে রিপোর্ট করা যেতে পারে grievanceredressalcell.wbhealth@gmail.com এ।