উত্তরবঙ্গে অনশনরত চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি CCU-তে
এই সময় | ১২ অক্টোবর ২০২৪
কলকাতার পর এ বার উত্তরবঙ্গ। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অনশনরত চিকিৎসক অলোক ভার্মা। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়েছে।কলকাতার পাশাপশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক অনশন শুরু করেছেন। শনিবার সকালে হঠাৎ সাইক্রিয়াট্রি পিজিটি অলোক কুমার ভার্মার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরেই অনশন মঞ্চ থেকে তাঁকে হুইল চেয়ারে বসিয়ে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। তাঁকে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে অলোকের।
কলকাতায় ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং অলোক কুমার ভার্মা ‘আমরণ অনশন’-এ যোগদান করেন। টানা প্রায় ১৪৭ ঘণ্টা অনশনের পর শনিবার সকালে অলোকের শারীরিক অবস্থার অনেকটাই অবনতি ঘটে। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।