আরও ২ চিকিৎসকের যোগদান, অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন
এই সময় | ১২ অক্টোবর ২০২৪
নবমীতে অষ্টম দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন।’ শুক্রবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরও দু’জন চিকিৎসক। শনিবার সকালেও একই দৃশ্য ধর্মতলার অনশন মঞ্চে। মঞ্চের আশপাশে ছড়িয়েছি টিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। রয়েছেন সাধারণ মানুষও।ধর্মতলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, আরও দুই জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন শুরু করেছেন। তাঁদের নাম পরিচয় পাণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। পরিচয় পাণ্ডা দক্ষিণ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালের সঙ্গে যুক্ত। তিনি ওই হাসপাতালের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আলোলিকা ঘোড়ুই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি।
অনশন মঞ্চ থেকে জানানো হয়েছে, শুরু থেকে যাঁরা অনশন শুরু করেছিলেন, তাঁরা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছেন। তবে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জুনিয়র ডাক্তাররা জানান, সাধারণ মানুষও এই অনশন মঞ্চে এসে যোগদান করায় তাঁদের মনোবল আরও বাড়ছে।
গত শনিবার থেকে ১০ দফা দাবিতে সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ছ’জন চিকিৎসক। পরে চিকিৎসক অনিকেত মাহাতো অনশনে যোগ দেন। এরপর শুক্রবার রাতে অনশনে যোগ দেন আরও দুই চিকিৎসক। এর মধ্যে অনিকেত মাহাতো অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই মঞ্চে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল আট।
অন্যদিকে, সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) বেঙ্গল শাখার তরফে রবিবার কলকাতা-সহ জেলায় জেলায় ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে এই অনশন চলবে।