• দুর্গাপ্রতিমার ৬০ লক্ষ টাকার গয়না চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোরের কীর্তি
    হিন্দুস্তান টাইমস | ১২ অক্টোবর ২০২৪
  • দুর্গাপুজোর মধ্যে দুর্গামণ্ডপে দুঃসাহসিক চুরি। চুরি গেল প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের প্রতিমার আভরণ। ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।


    পড়তে থাকুন - গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর

    পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চট্টোপাধ্যায় বাড়ির দুর্গা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে, শনিবার ভোরবেলায় পরিবারের সদস্য অরূপ চট্টোপাধ্যায় বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তারপর বিষয়টি জানাজানি হতেই মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১ টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে। প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায় তাকে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, সমস্ত প্রতিমার গহনাই চুরি হয়ে গেছে যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।

    এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে তারা।


    পরিবারের এক সদস্য জানিয়েছেন, শুক্রবার রাতে কোনও পুজো ছিল না। তাই মন্দিরে তালা দিয়ে আমরা রাতে ঘুমাচ্ছিলাম। সকালে নবমীর পুজোর জন্য মন্দিরের দরজা খুলে দেখি, ভিতরে সব লন্ডভণ্ড। প্রতিমার গায়ে গয়না নেই। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ পরীক্ষ। করে দেখা যায় এক যুবক রাত ১ টা নাগাদ মন্দিরে ঢুকে প্রতিমার গায়ের গয়না খুলছে। প্রায় ৬০ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে। পুলিশকে সব জানিয়েছি। সিসিটিভি ফুটেজ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের কাছে গয়না উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছি।

    পুলিশের তরফে জানানো হয়েছে, এত টাকার গয়না প্রতিমাকে পরানোর আগে থানায় জানানো উচিত ছিল। পুলিশ তদন্ত করছে। চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)