আরজি করের অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের পাশে আছে গোটা দেশ
হিন্দুস্তান টাইমস | ১২ অক্টোবর ২০২৪
আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে যুক্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে। নাগপুরে আরএসএসের সদর দফতরে বিজয়া দশমীর বাৎসরিক ভাষণে এমনই মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভগবৎ। শনিবার সকালে তিনি বলেন, ‘আরজি করের ঘটনা গোটা দেশের কলঙ্ক’।
পড়তে থাকুন - গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর
এদিন ভগবৎ বলেন, ‘দ্রৌপদীর পোশাক কেউ স্পর্শ করেছিল বলে গোটা মহাভারত ঘটেছিল। আরজি করের ঘৃণ্য ঘটনায় দোষীদের আড়াল করার জন্য কিছু লোক চেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘আরজি করের ঘটনা গোটা দেশের কলঙ্ক। এই ঘটনা ঘটতে দেওয়াই উচিত হয়নি। আর ঘটে যখন গিয়েছে তখন সবাইকে একসঙ্গে প্রতিক্রিয়া দেখাতে হবে। কিন্তু সেখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে।’ তিনি বলেন, ‘গোটা দেশ জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছে।’
গোটা দেশে নারী নির্যাতনের একের পর এক ঘটনায় সামাজিক অবক্ষয়কে দায়ী করেন তিনি। তিনি বলেন, ‘সামাজিক অবক্ষয়ের জন্যই ধর্ষণের মতো ঘটনার প্রবণতা বাড়ছে।’