• বাংলাদেশের থেকে ভারতের হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত, একজোট না হলে…: মোহন ভগবৎ
    হিন্দুস্তান টাইমস | ১২ অক্টোবর ২০২৪
  • বিজয়া দশমীর প্রাক্কালে দেওয়া ভাষণে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবৎ। শনিবার নিজের বক্তব্যে বাংলাদেশিদের একাংশের মধ্যে পাকিস্তান প্রেমকেও কটাক্ষ করেছেন তিনি।


    পড়তে থাকুন - গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর

    ভগবৎ বলেন পড়শি বাংলাদেশের ঘটনাক্রম থেকে আমাদের শেখা উচিত। তিনি বলেন, ‘কোনও দেশ দ্রুত উন্নতি করলে তাকে টেনে নামানোটা একটা প্রথায় পরিণত হয়েছে। সেখানে একদল লোক অস্থিতরতা তৈরির চেষ্টা করে। আমাদের পড়শি বাংলাদেশ তার একটি উদাহরণ। সেখানে হিংসার প্রত্যক্ষ কারণ আমরা জানি। কিন্তু এই ধরণের হিংসা ও যুদ্ধের মতো পরিস্থিতি কোনও প্ররোচনা ছাড়া হঠাৎ করে হওয়া সম্ভব নয়।’

    তিনি আরও বলেন, ‘ওরা প্রথমে দেশের সংস্কৃতি ধ্বংস করবে। তার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করবে। তার পর তারা এমন পরিস্থিতি তৈরি করবে যে মানুষ নিজের সভ্যতা সংস্কৃতিকেই ঘৃণা করতে শুরু করে। তারা অসন্তোষ ছড়াবে। সমাজে প্রত্যক্ষ সংঘাতের পরিবেশ তৈরি করবে। ব্যবস্থা, আইন, প্রশাসনের ওপর অনাস্থা তৈরি করতে একটা অরাজকতা ও ভয়ের পরিবেশ তৈরি করবে তারা। এতে তাদের রাষ্ট্রক্ষমতা দখলে সুবিধা হবে।’


    তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা থেকে ভারতের হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা একজোট না হলে অত্যাচারকে আমন্ত্রণ জানাব।’

    ভগবৎ বলেন, ‘হাসিনা দেশ ছাড়তেই সেখানকার কিছু মানুষের মধ্যে পাকিস্তান প্রেম জেগে উঠেছে। তারা বলছে, পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে। যা দিয়ে হিন্দুদের চাপে রাখা যাবে। যারা এই ধরণের প্রচার করছে তারা ভারতের ক্ষতি চায়।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)