• ‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক
    হিন্দুস্তান টাইমস | ১৩ অক্টোবর ২০২৪
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করার ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখনও চলছে। তার সঙ্গে আজ, শনিবার যোগ হল নাগরিক সমাজের। আজ কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করল নাগরিক সমাজ। এই আবহে এবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১২ ঘণ্টার প্রতীকী অনশন শুরু হয়েছে। আর সেখানে হাজির হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রদীপকুমার বর্মা। তিনি আবার পেশায় চিকিৎসকও। তাই তাঁর এই মঞ্চে হাজির হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    আজ এই কর্মসূচিতে যোগ দিলেও তৃণমূল কংগ্রেস বিধায়ক কোনও সরকার বিরোধী কথা বলেননি। বরং আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। এই ঘটনা তাঁকে ভালরকম নাড়া দিয়েছে। আর তার জেরে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। ডাক্তারদের এই প্রতীকী অনশন মঞ্চে এসে প্রদীপকুমার বর্মা বলেন, ‘‌বিবেকের তাড়না থেকেই আমি এখানে এসেছি। আমাদের মেয়ের বয়সি একটি মেয়ের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটেছে, সেটার প্রতিবাদ জানাতে আমি উপস্থিত হয়েছি।’‌


    আজ ধর্মতলা থেকেই টানা দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। যাতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেখানে আবার চিকিৎসকদের যৌথ মঞ্চ দুর্গাপুজোর কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভাল করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রদীপকুমার বর্মা। শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশন কর্মসূচি শুরু হয়। সেখানে অনেকক্ষণ সভামঞ্চে বসে থাকতে দেখা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রদীপকুমার বর্মাকে।

    দুর্গাপুজোর দিনগুলিতেও ডাক্তাররা আন্দোলন করে চলেছেন। গণইস্তফা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। সে বিষয়ে আজ মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কড়া বার্তা দিয়েছেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে উত্তরবঙ্গের জেলায় তৃণমূল কংগ্রেস বিধায়কের উপস্থিতি খানিকটা হলেও অস্বস্তিতে ফেলেছে দলকে। আর এখান থেকেই প্রদীপকুমার বর্মার বক্তব্য, ‘‌সামাজিক দায়িত্ব এবং রাজনৈতিক কর্তব্যের মধ্যে পার্থক্য আছে। চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি। তাই দলের অনুমতি নিইনি।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)