কায়েস আনসারি: ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কার্সিয়াংয়ের ধোবি খোলা এলাকায়। ঘটনাটি ঘটেছে রাত ১০টার দিকে, যার ফলে একটি দোতলা কাঠের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর বাড়ির নীচের তলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে সিন রোড, এন এইচ ১১০ এর পাশে অবস্থিত শহরের একটি অন্যতম পুরনো বাড়িতে, সেই বাড়িটির কিছুটা অংশ কংক্রিটের এবং বাকি অংশ কাঠ দিয়ে তৈরি ছিল। বাড়িটি কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত করে।
চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে স্বস্তির বিষয় যে, আশেপাশের বাড়িগুলো কিছুটা দূরে ছিল, ফলে অন্য কোনও বাড়িতে আগুন লাগেনি। ঘটনাটি শহরের কেন্দ্রে হওয়ায়, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ধোবি খোলার সেই অগ্নিকাণ্ডস্থল এবং ফায়ার স্টেশনের দূরত্ব মাত্র ১ কিলোমিটার হওয়ায় এটি সম্ভব হয়েছিল।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই কাঠের বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।