• অনশনরত জুনিয়র চিকিৎসকেরা এবার কড়া হুমকি দিলেন
    দৈনিক স্টেটসম্যান | ১৩ অক্টোবর ২০২৪
  • ১০ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলায় ‘আমরণ অনশন’ রত। আজ অনশনের নবম দিন। একে একে জুনিয়র চিকিৎসকেরা অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই অনিকেত মাহাতো এবং অনুষ্টুপ মুখোপাধ্যায় দীর্ঘ অনশনের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে অনশনের জেরে জুনিয়র চিকিৎসকেরা অসুস্থ হয়ে পড়লেও অনশন থেকে তাঁরা বিরত হবেন না বলে সাফ জানিয়ে দিলেন।

    জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ  বলেন, ৮ দিনের অনশনে তিনজন ডাক্তার হাসপাতালে চিকিৎসাধীন। এরপরও যদি বলা হয় আমাদের দাবি অন্যায্য তাহলে সরকারের প্রতি আমাদের কিছু বলার নেই। তাঁর সাফ দাবি, ৩ জন জুনিয়র চিকিৎসক অনশনের জেরে হাসপাতালে ভর্তি হলে আরও ১০ জন তৈরি অনশনে বসতে। কিন্তু আন্দোলন বিমুখ আমরা হবনা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তার দরুন যদি সবাইকে অনশনে বসতে হয় তাই বসা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)