• কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখে নিন এক নজরে
    দৈনিক স্টেটসম্যান | ১৩ অক্টোবর ২০২৪
  • বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কয়েক বছর ধরেই, দুর্গাপুজো এবং বৃষ্টি যেন এক পারস্পরিক সম্পর্ক। এবারও তার অন্যথা হয়নি। তবে ভারি বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী থেকেছে গোটা পশ্চিমবঙ্গ। কাল ছিল দশমী। কাল থেকেই শুরু হয়েছে দেবী নিরঞ্জন পালা। দশমীর পর একাদশীতেও চলছে দেবী নিরঞ্জন পর্ব।

    রবিবার সকাল থেকে রোদ ঝলমলে থাকলেও বিকেল গড়াতেই বেশ কিছু জেলায় শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানা যাচ্ছে। জলীয়বাষ্প বাতাসে বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।

    কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

    কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব – পশ্চিম মেদিনীপুর, এবং নদিয়াতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। শুষ্ক আবহাওয়ার সম্মুখীন হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)