শ্রীরামপুরে পুজো মণ্ডপের পাশেই তৈরি হয়েছিল মঞ্চ। সেখানে অনুষ্ঠান করেন বহু শিল্পী। নবমীর রাতে সেই মঞ্চ থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, উত্সবে মেতেছেন মানুষ। এইসময় প্রার্থনা করব, মানুষের অশুভ চিন্তাভাবনা দূর করে দাও। নারীর সম্মান এক হাজার পুলিস দিয়েও রাখা যায় না যদি পুরুষ তাকে সম্মান না করে।
পুরুষদের কাছে কল্যাণের আবেদন, প্রতিটি মহিলার সম্মান রক্ষা করব, প্রতিটি মহিলাকে সম্মান দেব। মহিলাদের নিরাপত্তা দেব আমরা পুরুষরা। মায়ের এই পুজোর সময় সেই প্রতিশ্রুতি দিতে হবে। বাংলার মেয়েদের এই আশ্বাস দিতে হবে। তবে মেয়েরা সুরক্ষিত হবে। মা দুর্গাকে সম্মান করেছিলেন শিব তবেই দুর্গা মা হতে পেরেছেন। মা, সব অশুভ শক্তির বিনাশ কর। যারা বাংলাকে কলুষিত করতে চায় তাদের মনটাকে সাফ কর।