• সিপিএমের পর জুনিয়র ডাক্তারদের অনশনকে পূর্ণ সমর্থন বিজেপির
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৪
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আর জি কর ইস্যুতে চিকিৎসকদের আন্দোলনে যে বেশ খানিকটা রাজনীতি মিশে গিয়েছে, তা আগেই স্পষ্ট হয়েছিল। বিশেষত বিরোধী শিবির এই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে বার বারই অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল। সিপিএম, বিজেপির সদস্যরা আন্দোলনকারীদের মধ্যে মিশে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাও দেখা গিয়েছে। শোনা যায়, মহানবমীতে জুনিয়র ডাক্তারদের ডাকা ধর্মতলার মহাসমাবেশে সিপিএম সদস্যদের যোগ দেওয়ার ‘নির্দেশ’ দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্বই। এবার বিজেপিও সে পথে হাঁটল। রবিবার প্রেস বিবৃতিতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমর্থনের কথা জানিয়ে কার্যকর্তাদের আন্দোলনে যোগ দিতে বললেন।

    হাসপাতালের পরিকাঠামো, নিরাপত্তা নিয়ে দশ দফা দাবিতে অনশন শুরু করেছে জুনিয়র ডাক্তারদের একাংশ। পুজোর আগে থেকে শুরু হওয়া সেই অনশন রবিবার নবম দিনে পড়েছে। তাঁদের দাবিদাওয়া পূরণে সরকার কাজ শুরু করেছে, সেই কাজ কতদূর এগিয়েছে, সেসব জানিয়ে শুক্রবার মুখ্যসচিব নিজে স্ট্যাটাস রিপোর্ট ইমেল করেছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টকে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, সরকার চাইলেও তাঁদের সমস্ত চাওয়া মিটিয়ে দিতে পারে খুব অল্প সময়ের মধ্যে। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়।

    এই পরিস্থিতিতে সিপিএম আগেই জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়েছিল। এমনকী তাঁদের ডাকা কর্মসূচিতে দলের সদস্যদের যোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। এবার বিজেপির তরফেও সেই সমর্থনের কথা জানিয়ে দেওয়া হল। রবিবার প্রেস বিবৃতি দিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ”সরকার বিরোধী এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পূর্ণ সমর্থন করছে বিজেপি। সরকার দেওয়া কথা রাখেনি। তাতে আন্দোলনকারীদের বিক্ষোভ সংগত। দলের কার্যকর্তাদের প্রতি তাঁর বার্তা, ওঁদের অনশনে যোগ দিন। চিকিৎসকদের অন্ধকার থেকে বাঁচাতেই হবে।”
  • Link to this news (প্রতিদিন)