একাধিক পর্যটকের ঘরে চুরি, গাড়ি নিয়ে সৈকতে হুল্লোড়, তারপর…
এই সময় | ১৩ অক্টোবর ২০২৪
মন্দারমণির হোটেলে একের পর এক পর্যটকদের ঘর থেকে চুরির অভিযোগ। অভিযুক্ত ওই হোটেলেরই এক কর্মী। অভিযুক্তকে আটক করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।দশমীর দিন ছুটি কাটাতে সপরিবারে মন্দারমণি এসেছিলেন একদল পর্যটক। নামী সংস্থার একটি হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন। সেখানেই ঘটল বিপত্তি। সবার অজ্ঞাতে ‘মাস্টার কি’ দিয়ে হোটেলের একাধিক ঘরে ঢুকে পর্যটকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, হোটেলের ঘর থেকে এক পর্যটকের গাড়ির চাবি হাতিয়ে রাতভর সেই গাড়ি নিয়ে রীতিমতো হুল্লোড় করে বেড়ানোর অভিযোগ উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে।
পর্যটকদের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ আচমকাই এক পর্যটকের নজরে আসে হোটেলের এক কর্মী ‘মাস্টার কি’ নিয়ে তাঁর রুমের দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তবে ওই পর্যটক বিষয়টি দেখে ফেলায় হোটেলের কর্মী তখনকার মতো চলে যায়। এরপরেই একে একে একাধিক পর্যটক অভিযোগ করতে থাকেন, তাঁদের হোটেলের ঘরে থাকা ব্যাগের জিনিসপত্র হদিশ নেই, টাকার হিসাবে গরমিল।
এরই মাঝে গভীর রাতে এক পর্যটক লক্ষ করেন হোটেলের লবিতে রাখা তাঁর প্রাইভেট গাড়িটি নেই। রুমের মধ্যে থাকা চাবিটিও তিনি খুঁজে পাননি। বিষয়টি নিয়ে রাতভর অত্যন্ত উদ্বিগ্ন হয়ে কাটানোর পর ভোরের দিকে তিনি দেখেন, ওই কর্মী গাড়িটি নিয়ে ফিরছে। এরপরেই ওই পর্যটক ঘটনাটি হোটেল কর্তৃপক্ষের নজরে আনেন। হোটেল কর্তৃপক্ষ ওই কর্মীর ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিষয়টি পুলিশের নজরে আনেন। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত হোটেল কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
মন্দারমণি কোস্টাল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পর্যটকরা জানিয়েছেন, মন্দারমণি বেড়াতে এসে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। এই ধরণের কর্মী নিয়োগের ক্ষেত্রে হোটেলগুলির আরও সতর্কতা অবলম্বর করা জরুরি। অন্যদিকে হোটেল কর্তৃপক্ষের দাবি, ওই কর্মী যে কাণ্ড ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়।