রামবাম জোট, সুবিধাবাদী রাজনীতি, মোদীকে চিঠি লিখতেই ডাক্তারদের আক্রমণ কুণালের
হিন্দুস্তান টাইমস | ১৩ অক্টোবর ২০২৪
একদিকে যখন জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন ধরে আন্দোলন করছেন তখনই তৃণমূল নেতা কুণাল ঘোষ কার্যত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ শানাতে। একের পর এক আক্রমণ। এবার ডাক্তারদের একাংশকে সস্তার সুবিধাবাদী রাজনীতি করছেন বলে দাগিয়ে দিলেন কুণাল ঘোষ।
এদিকে কুণাল ঘোষের এই পোস্টের পরে পালটা হইহই করে তাঁকে আক্রমণ করতে নেমে পড়েছেন নেটিজেনদের একাংশ। এক নেট নাগরিক লিখেছেন, আমরা জানতে পেরেছি টুইটারে প্রতিটি পোস্টের জন্য আপনি তৃণমূলের কাছ থেকে টাকা চেয়েছেন, তারা অফার করেছে আপনার পোস্টে কতগুলি উত্তর আসে তার উপর।
কী লিখেছেন কুণাল ঘোষ?
কুণাল লিখেছেন,
জুনিয়র ডাক্তাররা নাকি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এখানে আসতে অনুরোধ করছেন!! এটা ঠিক হলে-
1) মনে রাখুন ডাক্তারদের কর্মবিরতিতে দিল্লিতে এসমা জারি হয়েছিল।
এদিকে এবার বিজেপি কর্মীরা যাতে জুনিয়র ডাক্তারদের পাশে থাকেন তা নিয়ে নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার সিপিএম নেতৃত্বও আগে থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে রয়েছেন। তবে এবার আন্দোলনের ঝাঁঝ গোটা দেশজুড়েই।
আইএমএ জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক এর সদস্যরা এবার দেশজুড়ে আন্দোলনে নামছেন। আগামী মঙ্গলবার দেশজুড়ে অনশনের ডাক। দেশের সর্বত্র এই অনশন আন্দোলন হবে। জানিয়ে দিয়েছে সর্বভারতীয় স্তরে জুনিয়র ডাক্তারদের সংগঠন।
এদিকে শুক্রবারই দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন আইএমএস প্রেসিডেন্ট আরভি অশোকান। তিনি ধর্মতলায় গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বলেন। এদিকে রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএর বেঙ্গল শাখা জেলায় জেলায় প্রতীকী অনশনের ডাক দিয়েছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই অনশন। রাত ৮টা পর্যন্ত এই অনশন চলবে। এবার মঙ্গলবার সকাল ৬টা থেকে সর্বভারতীয় স্তরে শুরু হবে অনশন।