• নতুন সপ্তাহে নিম্নচাপের ভ্রুকুটি-বৃষ্টির সম্ভাবনা, কবে? পূর্বাভাস
    আজ তক | ১৪ অক্টোবর ২০২৪
  •  পুজোর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে রাজ্যের বহু জেলাতেই। ভিজেছে দক্ষিণবঙ্গের  একাধিক জেলা। তবে কলকাতায় মোটের ওপর তেমন বৃষ্টি হয়নি। তবে পুজো মিটতেই ফের বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে।

    নতুন সপ্তাহে ফের বৃষ্টি
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা মঙ্গলবার।মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়াবে। উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

    কার্নিভালে বৃষ্টির পূর্বাভাস
    হাওয়া অফিসের পূর্বাভাস, কার্নিভালের দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা।

    কোন জেলায় কেমন বৃষ্টি?
     সোমবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। মঙ্গলবার ফের হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলে হালকা ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টি। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা। কিছু কিছু জেলায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পঙ এ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে বাকি আর কোথাও এদিন বৃষ্টির পূর্বাভাস নেই।

    যদিও বর্ষা বিদায় বাংলায়
    আজ রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিল বাংলা থেকে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়।  ফলে আপাতত শুষ্ক আবহাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
  • Link to this news (আজ তক)