কার্নিভালের দিন কলকাতায় বাড়বে বৃষ্টি! শেষ ইনিংসের আগে কোন রূপ দেখবেন বর্ষার?
আজকাল | ১৩ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পুজো জুড়ে প্রবল বর্ষণের সতর্কতা আগেই জারি করেছিল হাওয়া অফিস। পুজোর পর পরিস্থিতি কেমন থাকবে? হাওয়া অফিস বলছে, বঙ্গে বর্ষা বিদায়ের সময় আসন্ন। আগামী সপ্তাহেই বর্ষা বিদায় পর্ব শুরু হবে বলে মনে করা হচ্ছে। তবে একেবারে বিদায়ের আগে, পুজোর পর, লক্ষ্মী পুজোর আগে, শেষ ইনিংস বর্ষার। আবহাওয়াবিদরা মনে করছেন তেমনটাই।
আবহাওয়া বিদদের মতে, দক্ষিণবঙ্গে ১৩ অক্টোবর, অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তবে সোমবার আবহাওয়া শুষ্ক থাকলেও, মঙ্গলবার অর্থাৎ কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিন মহানগর সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
একই সঙ্গে জানা গিয়েছ, সামনের সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। স্থানীয় ভাবে আকাশ মেঘলা, এবং বৃষ্টির সম্ভাবনা বাড়াবে তা। তবে বৃষ্টি হতে পারে অতি অল্প। কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।