ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে
হিন্দুস্তান টাইমস | ১৪ অক্টোবর ২০২৪
টানা অনশনে অসুস্থ হয়ে পড়লেন এক জুনিয়র চিকিৎসক। জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে ডাঃ পুলস্ত অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর পেটে ব্যাথা ছিল। তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল। কিন্তু তিনি সেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে ডাঃ পুলস্ত্য আচার্যর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। সেকারণে তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন। এর জেরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এর আগে অনিকেত মাহাতো, অলোক ভার্মার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায়। এবার অসুস্থ হয়ে পড়লেন পুলস্ত। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
কী ধরনের সমস্যা হচ্ছে তাঁর?
ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে বমি বমি ভাব পুলস্ত্যর। ধর্মতলার মঞ্চে আপাতত ৬ অনশনকারী। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪জন। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন নাম। তবে চারজন অসুস্থ মানেই যে জুনিয়র ডাক্তারদের মনোবল ভেঙে গিয়েছে এমনটা নয়। বরং নতুন ভাবে আন্দোলনের দিক ঠিক করছেন জুনিয়র ডাক্তাররা।
এদিকে অসুস্থ চিকিৎসকের জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। তাঁর জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করা হল এনআরএসে। নির্দিষ্ট সিসিইউ-এর ব্যবস্থা রাখা হয়েছে তার জন্য।
এদিকে পুলস্তর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায়। তার চিকিৎসার জন্য় সবরকম ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, তিনি ধর্নামঞ্চেই শুয়ে ছিলেন। তার মধ্য়েই তিনি অসুস্থতা বোধ করতে থাকেন। এরপর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। এরপরই তাঁকে এনআরএসে ভর্তি করা হল।
এদিকে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিয়েছেন আন্দোলনকারীরা। কারণ দলীয় কর্মীদের ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। এমনকী সিপিএমও ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সবরকমভাবে রয়েছে বলে খবর। তবে এবার এনিয়ে রাজনৈতিক দলগুলিকে কার্যত সতর্ক করে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, কোনওভাবেই রাজনৈতিক দলগুলি যদি পতাকা রেখে আসে তবে তাদের স্বাগত। সেই সঙ্গেই রাজনৈতিক স্বার্থকেও বাইরে রেখে আসতে হবে। না হলে এই ধর্নামঞ্চে ঢুকতে দেওয়া হবে না। স্পষ্টতই জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা।
অন্যদিকে কালকের বৈঠকে চিকিৎসকদের ডাকা প্রসঙ্গে এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসকরা আইসিইউতে ভর্তি হতে বাধ্য় হচ্ছেন। আমরা অপেক্ষা করছি সিনিয়ররা হয়তো সেইভাবেই অংশ নেবেন। আমরা জানি না।