• গোয়ালঘর পরিষ্কার করে সেখানে ঘুমান, সারবে ক্যান্সার! এ কী নিদান দিলেন বিজেপি নেতা
    আজকাল | ১৪ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্যান্সার থেকে বাঁচতে কে না চায়! এবার এই মারণ রোগ থেকে বাঁচার অভিনব দাওয়াই দিলেন বিজেপি নেতা। শুয়ে থাকতে হবে গোয়াল ঘরে। তাহলেই নিরাময় হবে ক্যান্সার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

    রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা সঞ্জয় সিং গাংওয়ার রবিবার বলেন, গোয়ালঘর পরিষ্কার করে সেখানেই শুয়ে থাকুন। ক্যান্সার ছুঁতে পারবে না। এরপরই বিজেপি বিধায়ক তাদের নেতাকর্মীদের বিবাহ বার্ষিকী এবং জন্মদিন পালন গোয়াল ঘরে করতে বলেন। বলেন গো মাতাকে নিয়ে এই দিনগুলো উদযাপন করতে। আপনি বলেন প্রত্যেকটা ঘরে উচিত গো পালন করা। গরুর কাছে থাকলে রক্তচাপ কমে যায়। এটা পরীক্ষিত সত্য।

    উত্তরপ্রদেশের মন্ত্রী এবং বিজেপি নেতা সঞ্জয় সিং গাংওয়ার রবিবার একটি অস্বাভাবিক দাবি করেছেন যে গোয়ালঘর পরিষ্কার করে এবং সেগুলিতে শুয়ে ক্যান্সার নিরাময় করা যায়। তিনি আরও বলেন, রক্তচাপের ওষুধের ডোজ অর্ধেক কেটে গরু পোষে পরিবেশন করা যায়। দশ দিন গরুর কাছে থাকলেই তার প্রমাণ মিলবে হাতে হাতে। এছাড়া শুকনো গোবরের তাল পোড়ালে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। এরপর মুসলমানদেরও গোয়ালঘরে আসার নিদান দেন তিনি।

    পিলিভীত জেলার নওগাওয়া পাকাদিয়ায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন গোশালা। তার উদ্বোধনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময়ই একথা বলেন মন্ত্রী। রবিবার তিনি বলেন, এই গোশালায় পশুখাদ্য ও ওষুধের পাশাপাশি নিঃস্ব গরুর আশ্রয়ের ব্যবস্থা থাকবে। তিনি এদিন বলেন তাদের লক্ষই হচ্ছে গোশালার সঙ্গে মানুষকে আরও যুক্ত করা, সম্পৃক্ত করা। প্রসঙ্গত, সঞ্জয় সিং গাংওয়ার ২০১৭ সালে পিলিভীত থেকে নির্বাচিত হন। সেই থেকে তিনি উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য।

    বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্য প্রায়ই শোনা যায়। এর আগে এই মাসের গোড়ার দিকে, ইন্দোর জেলার বিজেপি কর্মীরা নবরাত্রি উৎসবের সময় গরবা প্যান্ডেলে লোকেদের প্রবেশের ছাড়পত্র দেওয়ার আগে গোমূত্র খাওয়ার নিদান দিয়েছিলেন। তাদের দাবি ছিল একজন প্রকৃত হিন্দু গোমূত্র খেতে অস্বীকার করবে না। সেই নিয়ে শুরু হয় বিতর্ক।

    এদিনের এই মন্তব্য সামনে আসার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। কংগ্রেস শিবির জানিয়েছে, এটা গেরুয়া শিবিরের মেরুকরণের এক নতুন কৌশল।
  • Link to this news (আজকাল)