• মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সন্দীপ, দ্রুত শুনানির আর্জি খারিজ
    এই সময় | ১৪ অক্টোবর ২০২৪
  • আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর ‘মেডিক্যাল লাইসেন্স’ বাতিলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সন্দীপ। তিনি আইনজীবীর মাধ্যমে বিচারপতি পার্থসারথী সেনের আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। কিন্তু আদালত স্পষ্ট জানিয়েছে, এই মামলায় দ্রুত শুনানির প্রয়োজন নেই। ফলে পুজোর ছুটির পর মামালার শুনানির সম্ভাবনা।সন্দীপ ঘোষ মামলার আবেদনে বলেছেন, লাইসেন্স বাতিল নিয়ে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। আদালত তাঁর বক্তব্য শুনুক। একই সঙ্গে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন তিনি। গত ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই তৎকালীন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা।

    আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ২ সেপ্টেম্বর সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাতেও তাঁকে গ্রেপ্তার করে এই তদন্তকারী সংস্থা।

    তাঁর গ্রেপ্তার হওয়ার পর থেকেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি তোলেন চিকিৎসকদের অনেকেই। এরপরেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল শো-কজ় করেছিল তাঁকে। কেন তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, এই মর্মে তিন দিনের মধ্যে তাঁর থেকে জবাব চাওয়া হয়েছিল। ১১ দিন পরেও সন্দীপের থেকে জবাব না পাওয়ায় কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন বাতিল করে।

    এ বার নিজের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু সেখানেও ধাক্কা খেলেন তিনি।
  • Link to this news (এই সময়)