হলংয়ের পর সিংটাম, পুড়ে ছাই ১০৪ বছরে পুরনো চা বাগানের বাংলো
এই সময় | ১৪ অক্টোবর ২০২৪
সিংটাম চা বাগানের ম্যানেজার বাংলোতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ১০৪ বছরের পুরনো এই বাংলো। জানা গিয়েছে, রবিবার রাতে ওই বাংলোয় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানানো হয়েছে দমকল দপ্তরের পক্ষ থেকে। কয়েকদিন আগে ওই চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোটিতেও আগুন লেগেছিল।চলতি বছরের জানুয়ারি মাসে দার্জিলিঙের 'ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড'-এর বাংলোয় আগুন লাগে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলোটি। গত জুন মাসে আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো কার্যত পুড়ে ছাই হয়ে যায়। দেশ-বিদেশের বহু পর্যটকের অত্যন্ত পছন্দের জায়গা ছিল হলং বাংলো। কয়েক বছর আগে বাংলোটি সংস্কারও করা হয়েছিল। হলং বাংলো পুড়ে যাওয়ার ঘটনায় বহু পর্যটক আক্ষেপ প্রকাশ করেন। ২০১০ সালে জুন মাসে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী বনবাংলোও।
পাহাড়ের একাধিক পুরনো বাংলোয় আগুন লাগা নিয়ে প্রশ্ন উঠছে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক রিপোর্ট বলছে, আগুন লাগার কারণ শর্ট সার্কিট।