সন্ন্যাসী নিগ্রহের অভিযোগ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে
এই সময় | ১৪ অক্টোবর ২০২৪
আশ্রমে ঢুকে সন্ন্যাসীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উতপ্ত হয়ে ওঠে কোচবিহারের সিতাই এলাকা। রাতেই অনন্ত মহারাজকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা।রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত এই ঘটনায় আশ্রমের তরফ থেকে সিতাই থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অনন্ত মহারাজ।
ঠিক কী অভিযোগ উঠেছে অনন্ত মহারাজের বিরুদ্ধে?
রবিবার সন্ধ্যায় সিতাইয়ের এক আশ্রমে যান অনন্ত মহারাজ। অভিযোগ, ধর্মীয় আলোচনা ঘিরে আশ্রমের এক সন্ন্যাসীর সঙ্গে বচসা শুরু হয় অনন্তের৷ ওই সন্ন্যাসী উঠে চলে যাওয়ার সময় তাঁকে ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগ উঠেছে অনন্ত মহারাজের বিরুদ্ধে। বিজেপি সাংসদের সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠ কর্মীরাও ছিলেন।
এই ঘটনায় অনন্ত মহারাজের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আশ্রম লাগোয়া গ্রামবাসীদের। সিতাই-মাথাভাঙা রাজ্য সড়ক অবরোধ করে অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পরে সেখানে এসে পৌঁছয় পুলিশ। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
সরব উদয়ন গুহ
এই ঘটনায় ইতিমধ্যেই অনন্ত মহারাজের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঘটনায় অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশের উপযুক্ত পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার করেছেন অনন্ত মহারাজ
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অনন্ত মহারাজ। বিজেপি সাংসদ দাবি করেছেন, তিনি আশ্রমে গিয়ে ওই সন্ন্যাসীর পরিচয়, শিক্ষাগত যোগ্যতা জানতে চান। কিন্তু ওই সন্ন্যাসী তা জানাতে চাননি। অনন্ত মহারাজের আরও দাবি, ‘ওই সন্ন্যাসী সিতাইয়ের গ্রামের মানুষকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন। আমি প্রতিবাদ করলে বচসা শুরু হয়। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি।’
অনন্ত মহারাজের আরও সংযোজন, ‘আমি আশ্রম থেকে বেরিয়ে আসার পর ওই সন্ন্যাসী স্থানীয় কিছু গ্রামবাসীদের ভুল বুঝিয়ে পথ অবরোধ করান।’