• দশমীতে ঠাকুর দেখে আর ফেরা হল না, বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ৩ যুবকের
    ২৪ ঘন্টা | ১৪ অক্টোবর ২০২৪
  • ভবানন্দ সিংহ: দশমীতে ঠাকুর দেখে আর বাড়ি ফিরতে পারলেন না ৩ যুবক। বাইক দুর্ঘটনাই কেড়ে নিল তাদের প্রাণ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যুবক। তাদের অবস্থায় আশঙ্কাজনক। মৃত ৩ যুবকের বাড়ি ইসলামপুর ও চোপড়া থানা এলাকায়। রবিবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায়।

    স্থানীয় ও পরিবার সূত্রে খবর, দশমীর রাতে ইসলামপুরের রামগঞ্জ এলাকার ৩ যুবক বাইক চড়ে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে। গিয়েছিলেন চোপড়া এলাকায়। চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকেই ইসলামপুরে পুজো দেখতে এসেছিলেন আরও ৩ যুবক। রবিবার পুজো দেখে গভীর রাতে বাড়ি ফেরার পথে তাদের দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন ৬ জনই।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিস ও স্থানীয় মানুষজন। তাদের উদ্যোগে আহতদের নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেররা। বাকীদের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ঠিক কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)