হলংয়ের স্মৃতি এখনও টাটকা! এর মধ্যেই ভয়ংকর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সিংটাম বাংলো...
২৪ ঘন্টা | ১৪ অক্টোবর ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হলং বাংলোর পুড়ে ছাই হয়ে যাওয়ার স্মৃতি এখনও জ্বলজ্বল করছে মানুষের স্মৃতিতে। এর মধ্যেই ফের ভস্মীভূত শতাব্দী প্রাচীন সিংটাম চা বাগানের বাংলো। সিংটাম চা বাগানের ম্যানেজার বাংলোতে বিধ্বংসী আগুন লাগে। তার তাতেই পুড়ে ছাই ১০৪ বছরের পুরনো বাংলো। সূত্রের খবর, রবিবার রাতে ওই বাংলোয় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। ফলে আর বাঁচানো যায়নি এই বাংলো। আগুনের লেলিহান শিখা ততক্ষণে গ্রাস করে বাংলোকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শটসার্কিট থেকেই আগুন লাগে এই বাংলোয়। ১৯০২ সালে ব্রিটিশরা সিংটামের চা বাগানের ম্যানেজারের বাংলোটি তৈরি করে। বর্তমানে সিংটাম চিকম্যান চা বাগানটি বন্ধ। তবে বাংলোটি পর্যটকদের আবাসস্থল হিসাবে কাজে লাগানো হত।
Link to this news (২৪ ঘন্টা)