আরজি কর কাণ্ডের জেরে গ্রেফতার হয়েছেন দু'টি মামলায়। প্রথমে আরজি করের আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পরে আরজি করে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করা হয় তাঁকে। সেই সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হয়েছে ইতিমধ্যেই। তবে সেই রেজিস্ট্রেশন বাতিল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। দাবি করা হচ্ছে, সব নিয়ম মেনে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি।
এই সবের মাঝেই নিজের রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ। রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আবেদন জানালেও আদালত তা নাকচ করে দিয়েছে বলে খবর। সন্দীপের আবেদন ফিরিয়ে দিলেন বিচারপতি পার্থসারথী সেন। তিনি জানান, এই মামলায় এখনই জরুরি ভিত্তিতে শুনানির কোনও প্রয়োজনীয়তা নেই।