• প্রতিমা বিসর্জনের সময় তুমুল অশান্তি-ইটবৃষ্টি, কৃষ্ণনগরে আটক ১
    এই সময় | ১৪ অক্টোবর ২০২৪
  • দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র কৃষ্ণনগর। এক পুজো কমিটির সদস্যদের সঙ্গে স্থানীয় কিছু বাসিন্দার বচসাকে কেন্দ্র করে গোলমাল বাধে। শুরু হয় ইট বৃষ্টিও। ঘটনায় দু’জন জখম হয়েছেন। কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তি ছড়ানোয় একজনকে আটক করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাধানগর শিব মন্দির বারোয়ারির সদস্যরা ঠাকুর বিসর্জন করতে গিয়ে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে পৌঁছনোর সময় অশান্তি বাধে। দুই যুবককে গুরুতরভাবে মারধর করা হয় হলে অভিযোগ। এরপরেই অশান্তি বাড়তে থাকে। শুরু হয় ইট বৃষ্টিও। জখম হয় দু’জন। আহত দুই যুবকের বাড়ি কৃষ্ণনগর শক্তিনগর এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়।

    কী কারণে দুই তরফে অশান্তি হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে দুর্গাপুজোর বিসর্জনের সময় এমন ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    কৃষ্ণনগরের স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্গাপুজোয় যদি এরকম অশান্তি হয়, সামনেই আসছে কৃষ্ণনগরের প্রসিদ্ধ জগদ্ধাত্রী পুজো। বহু বছরই বিসর্জনের দিন কৃষ্ণনগরে রক্তপাতের ঘটনা ঘটে। তা ঠেকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। তার আগেই এই ঘটনায় চিন্তা বেড়েছে কৃষ্ণনগরের নাগরিকদের মধ্যে।
  • Link to this news (এই সময়)