চাপে না রাখলে কাজ করবে না CBI, চার্জশিটে হতাশ, রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা
হিন্দুস্তান টাইমস | ১৪ অক্টোবর ২০২৪
সিবিআইয়ের উপর আস্থা নেই। রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। রবিবার রাতেই সাংবাদিক বৈঠকে এই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ এই রাজভবন অভিযানে শামিল হয়েছিলেন।
এমনকী দেখা যায় দূর গ্রাম থেকে হুইল চেয়ারে চেপেও এক বৃদ্ধা এসেছিলেন কলকাতায়। ওই বৃদ্ধা বলেন, আমরা বিচার চাই। আমরা আন্দোলনের পাশে রয়েছি। না খেয়ে আমি আন্দোলনে এসেছি। দিনের পর দিন ধরে আমি আন্দোলনে আসছি।
আমাদের উদ্দেশ্য একটাই যে প্রাথমিকভাবে একজনের নাম দেওয়া হয়েছে চার্জশিট। চার্জশিট নিয়ে হতাশ। রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তাঁর হস্তক্ষেপ চাইছি না। সিবিআই কেন্দ্রীয় এজেন্সি। এই চার্জশিটে ভরসা নেই। আন্দোলনের চাপ না থাকলে সিবিআই সঠিক তদন্ত করবে বলে আমাদের এই সময় ভরসা নেই। জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার।
অপর এক জুনিয়র চিকিৎসক বলেন, আমাদের আন্দোলন চলবে। সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে আমরা খুশি।
১২ দফা দাবির ভিত্তিতে জুনিয়র ডাক্তারদের অভিযান। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়ও পৌঁছে গিয়েছেন রাজভবনের সামনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে জুনিয়র ডাক্তারদের ৫-৭জনের দল রাজভবনে স্মারকলিপি জমা দিতে যাবেন। তবে পরে জানা যায় যে ১২জনের প্রতিনিধি যাবেন রাজভবনে।
রাজভবনের সামনে পর্যন্ত যায় মিছিল। তবে তাঁরা যে আসবেন সেটা আগেই ইমেল করে রাজ্যপালকে জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে রাজভবনের তরফ থেকে প্রাথমিকভাবে কোনও পালটা মেল আসেনি। সেকারণেই তাঁরা রাজভবনে আসেন।
এদিকে জুনিয়র ডাক্তারদের এই অভিযানের জেরে রাজভবন সংলগ্ন এলাকাকে পুলিশে ঘিরে ফেলা হয়। বিরাট পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা।
এদিকে রাজ্য়ের মুখ্য়সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন চিকিৎসকরা। তবে বৈঠকের পরেও জট কাটেনি। মুখ্য়সচিব জানিয়ে দিয়েছেন প্রায় আড়াই ঘণ্টা ঘরে বৈঠক হয়েছে। তবে দাবি পূরণের ক্ষেত্রে টাইমলাইন চেয়েছিলেন চিকিৎসকরা। তবে সরকার নির্দিষ্ট কোনও টাইমলাইন দিতে চাননি। সেই সঙ্গেই মুখ্য়সচিব জানিয়েছেন, আমরা ওদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছি। আমরা অনুরোধ করছি আপনারা অনশন আন্দোলন থেকে সরে আসুন।
তবে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন দাবি নিয়ে এদিন আলোচনা হয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। জানিয়েছেন মুখ্য়সচিব। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কবে অনশন উঠবে সেটাই দেখার।