• অন্য জায়গায় নয়, আরজি করের সেমিনার রুমে তরুণীকে ধর্ষণ ও খুন সঞ্জয়ের, দাবি CBI-র
    হিন্দুস্তান টাইমস | ১৪ অক্টোবর ২০২৪
  • আরজি কর হাসপাতালের সেমিনার রুমেই তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছিল। অন্য কোনও জায়গায় ধর্ষণ এবং খুন করে নির্যাতিতার দেহ সেমিনার রুমে রেখে যাওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, সেরকম কিছু উল্লেখ করেনি সিবিআই। সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে তথ্যপ্রমাণ এসেছে, তাতে সিবিআই মনে করছে যে অভিশপ্ত ৮ অগস্টের রাতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুমেই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে। তিনি সেমিনার রুমে ঘুমোচ্ছিলেন। সেখানেই ঢুকেছিল কলকাতার পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের পরে সে সেমিনার রুম থেকে বেরিয়ে এসেছিল।

    এমনিতে ইতিমধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। আর তাতে গণধর্ষণের কোনও উল্লেখ করা হয়নি। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শুধুমাত্র সঞ্জয়ের নামই উল্লেখ করা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই কর্তা জানিয়েছিলেন, এমন কোনও প্রমাণ মেলেনি, যা থেকে গণধর্ষণের ইঙ্গিত পাওয়া যাবে।


    যদিও সিবিআই তদন্ত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে ‘মর্মাহত’ হয়ে সিজিও কমপ্লেক্স অভিযানে করে ১০০টির বেশি নাগরিক মঞ্চ। যদিও সেই বিষয়টি নিয়ে পালটা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি বলেন, 'সঞ্জয় রাইকে কলকাতা পুলিশ ধরেছিল। সিবিআই ধর্ষণ ও খুনের মূল ঘটনায় তাকেই চার্জশিট দিয়েছে। তদন্ত চলছে।'


    কুণাল আরও বলেন, 'ডাক্তারদের একাংশ এবং কয়েকটি রাজনৈতিক দল একা সঞ্জয় নয় বলে বিষয়টা গোলাতে নেমেছে, যেখানে তদন্ত এখনও চলছে। প্রশ্ন সঞ্জয়ের উপর থেকে ফোকাস সরাতে চাইছে কারা? সঞ্জয়কে আড়াল করে জনমানসে একা অপরাধী নয় সাজাচ্ছে কারা? কোন স্বার্থে? যারা সিবিআই চাই বলে নাচছিল, সিবিআইর প্রথম চার্জশিট এখন তারা মানতে চাইছে না কেন?'


    আর তারইমধ্যে সিবিআই জানিয়েছে যে সেমিনার রুমেই অপরাধ ঘটেছিল। ওই রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে যে সেই ৯ অগস্টের ভোর ৪ টে ৩ মিনিটের যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, তা দেখা গিয়েছে যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়। তারপর ভোর ৪ টে ৩২ মিনিটের সিসিটিভি ফুটেজে তাকে চারতলা থেকে নেমে আসতে দেখা গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)