• মণ্ডপে মারামারি পুলিশের ২ ভলান্টিয়ারের, ‘বিশেষ ভাষা গোষ্ঠীকে’ দোষ TMCP নেতার
    হিন্দুস্তান টাইমস | ১৪ অক্টোবর ২০২৪
  • বেহালা ফ্রেন্ডস ক্লাবে পুলিশের দুই স্বেচ্ছাসেবকের মারামারির দৃশ্য গত দু'দিনে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে এবার মুখ খুললেন শাসকদলের এক নেতা। তৃণমূল কংগ্রেস ছাত্রপরিষদের রাজ্য সাধারণ সম্পাদক সন্দীপন মিত্র এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। সেখানে তিনি দাবি করেন, মারামারিতে জড়িয়ে পড়া দুই স্বেচ্ছাসেবক এক 'বিশেষ ভাষা গোষ্ঠীর'। এই নিয়ে নিজের পোস্টে সন্দীপন লেখেন, 'কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবকদের কীর্তি। এরা সবাই একটা বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ। এটা বেহালা ফ্রেন্ডসের প্যান্ডেল।'



    এদিকে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, পিঠে 'কলকাতা পুলিশ ভলান্টিয়ার' লেখা টিশার্ট পরে থাকা দুই যুবক মণ্ডপেই মাতৃ প্রতিমার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। দু'জনেই মারামারি করতে করতে মণ্ডপের বেদিতে লুটিয়ে পড়েন। তখন সেখানে উপস্থিত অপর এক মহিল পুলিশ স্বেচ্ছাসেবক তাদের আটকানোর চেষ্টা করেন। তবে মহিলা সহকর্মীর কথায় কর্ণপাত করেননি তারা। তখন পাশ থেকে একজন ছুটে আসে। দু'জনকে বকতে শুরু করেন তিনি। তাদের মারামারি থামান। খন আরও দুই যুবক সেখানে আসেন।  


    এদিকে ফেসবুকেও এই ভিডিয়োটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই আবহে প্রতাপ রাউতের পোস্ট করা ভিডিয়োতে ফেসবুক ব্যবহারকারীরা নানান কমেন্ট করেছেন। জয় দত্ত বনিক লেখেন, 'পুলিশ ডিপার্টমেন্টের থেকে মানুষ আর কী আশা করবে। ফালতু।' বিক্রম ঘোষ আবার লেখেন, 'রেস্ট ইন পিস কলকাতা পুলিশ।' আকাশ নন্দী লেখেন, 'বেহালা ফ্রেন্ডস ক্লাবের নাম বদলে ফাইট ক্লাব করা হোক।' অভিষেক অধিকারী লেখেন, 'ওদের থিমের নাম: আনন্দলোকে। কী হাস্যকর।' সিলভেস্টার পলৌধি কমেন্ট করেন, 'বস্তির অশিক্ষিতদের কাজে নিলে এই হবে।'


    উল্লেখ্য, এই ঘটনায় অভিযুক্ত দুই যুবক পুলিশের স্বেচ্ছাসেবক মাত্র। তবে এবারের পুজোয় পুলিশও বিতর্কে জড়িয়েছে। বিভিন্ন জায়গায় আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলায় ত্রিধারার সামনে থেকে ৯ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। অপরদিকে সন্তোষ মিত্র স্কোয়ার পুজোমণ্ডপে প্রবেশ করার দুটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়ারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে মণ্ডপের সমস্ত আলো নিভিয়ে দিয়েছিলেন সেই পুজোর মূল উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)