• মঙ্গলে কলকাতায় পুজো কার্নিভাল, কোন কোন রাস্তা বন্ধ?
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৪
  • মঙ্গলবার দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে কলকাতায়। শহরের প্রসিদ্ধ পুজো কমিটির প্রতিমা দর্শন, সঙ্গে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেজে উঠবে তিলোত্তমার রাজপথ। কার্নিভালের কারণে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন? জেনে নিন বিস্তারিত।কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড সমস্ত রকম পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এর পাশাপাশি, হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স রোড পর্যন্ত দুপুর ২টোয় খিদিরপুর রোড পর্যন্ত বিসর্জনের গাড়ি ব্যতীত সমস্ত গাড়ি চলাচল বন্ধ করা হবে। একইভাবে, এজেসি বোস রোড ক্রসিং থেকে নর্থ বাউন্ড হসপিটাল রোড বন্ধ রাখা হবে।

    মঙ্গলবার বেলা ২টো থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, এসপ্ল্যানেড র‍্যাম্প- এ যান চলাচল বন্ধ রাখা হবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তাগুলি বন্ধ রাখা থাকবে। কার্নিভালে অংশগ্রহণ করার জন্য হাঁটাপথে এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, আউটরাম রোড, মেয়ো রোড, আর আর এভিনিউ ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    এর পাশাপাশি, মঙ্গলবার বেলা ১২টার পর থেকে চৌরঙ্গী রোড, জহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল ওয়ে, কুইনস ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্টিট রোডে অনুষ্ঠান না হওয়া পর্যন্ত গাড়ি পার্কিং বন্ধ রাখা হবে।
  • Link to this news (এই সময়)