• 'রাজ্যপাল বিশ্রাম নিচ্ছেন,' রাজভবনে গিয়েও কথা হল না জুনিয়র ডাক্তারদের
    আজ তক | ১৫ অক্টোবর ২০২৪
  • Junior Doctors' Governor Meet: দেখা হল। কথা হল না।
    রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা হল না জুনিয়র ডাক্তারদের। তবে তাঁর হাতে ডেপুটেশন জমা দিয়ে এলেন তাঁরা। সোমবার রাজভবনে জুনিয়র চিকিৎসকদের ১২ জন প্রতিনিধি গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, 'উনি বিশ্রাম নিচ্ছিলেন। তবে কিছুক্ষণ অপেক্ষার পর আমরা ওনার হাতে ডেপুটেশন জমা দিয়েছি। সিবিআই, চার্জশিট সংক্রান্ত আমাদের যে দাবিগুলি ছিল, সেটা জানিয়েছি।'

    ডাক্তাররা জানালেন, রাজ্যপালের হাতে ডেপুটেশন দিলেও তাঁর সঙ্গে কোনও কথা হয়নি। তবে সেখানকার অন্য অফিসারদের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন তাঁরা। সেখানে সিবিআই নিয়ে তাঁদের যে ক্ষোভের কথা, সেটা জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 
    আপনারা কি আজ রাজভবনে আসায় সন্তুষ্ট? প্রশ্নের উত্তরে জুনিয়র ডাক্তাররা জানালেন, 'খুব সন্তুষ্ট বলতে পারি না। ডেপুটেশন দিয়েছি। কোনও কথা হয়নি।'মুখ্যসচিব মিথ্যা বলছেন
    ডাক্তারদের দাবি মতোই কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই ৭টি দাবি সংক্রান্ত কাজ প্রায় শেষের দিকে। এমনটাই দাবি করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু তাঁর সেই দাবি আজ সম্পূর্ণ উড়িয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। বললেন, '৯০% কাজ হয়নি। মিথ্যা দাবি করা হচ্ছে। ৭টা দাবি নিয়ে যে কাজ হয়েছে বলছেন, সেটা আসলে ভিত্তিহীন। হ্যাঁ, কিছু কাজ, যেমন সেন্ট্রাল রেফেরাল সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে নিয়ে পাইলট স্তরে কিছু কাজ হয়েছে। সেটাও শুধুমাত্র নির্দিষ্ট জেলা, দক্ষিণ ২৪ পরগনায়। সেটা আমাদের দাবি ছিল না। আমাদের দাবি ছিল সমগ্র বাংলা জুড়ে এগুলি চালু হোক। আর উনি কোন ৩ দাবি বাদ দিচ্ছেন, সেটাও স্পষ্ট নয়। ৩ দাবি হতে পারে স্বাস্থ্যসচিব, হতে পারে নির্বাচন নিয়ে। আপনাদের মাধ্যমেই প্রথম শুনলাম যে ৭ দফা দাবির কাজ এগিয়ে গিয়েছে।'
    একই সঙ্গে এদিন ফের সরকারের 'সদিচ্ছার অভাব' বলে তোপ দাগেন জুনিয়র ডাক্তাররা। বলেন, 'আমাদের যে দাবি, আমরা তো বলছি না যে একদিন-দুইদিনেই বাস্তবায়িত করতে হবে। কিন্তু একটা টাইমলাইন দেওয়া হবে না কেন? কেন বলা হবে না যে কোনও কাজ করতে ৩ মাস বা যতদিনই হোক, একটা টাইমলাইন দিতে আপত্তি কিসের? যেখানে আমাদের সহযোদ্ধারা ২১৫-২১৬ ঘণ্টা ধরে অনশন করে চলেছেন। সেখানে তাঁরা এমনটা করছেন। এতে সদিচ্ছার অভাব, মানবিকতার অভাব বলে মনে হচ্ছে।'
    উল্লেখ্য, এর আগে ষষ্ঠীর দিন ডাক্তারদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। কিন্তু আজ রাজ্যপালের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানালেন তাঁরা। এরই মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'আজ রাজ্যপালের সঙ্গে কথা হল না। শুধু ডেপুটেশন দিলেন। রাজ্যপালের উপর ভরসা পাচ্ছেন?' উত্তরে জুনিয়র ডাক্তাররা বললেন, 'আমরা কারও উপরেই কোনও ভরসা করছি না।'
  • Link to this news (আজ তক)