দেখা গেল, কার্নিভাল মঞ্চের ফিতে কেটে কার্নিভালের ঠাকুর আসার কাজ শুরু করলেন অনুব্রত মণ্ডল নিজে। পাশে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মঞ্চের মূল চেয়ারে ছিলেন অনুব্রত মণ্ডলই।
প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল এই মুহূর্তে তৃণমূলের জেলা নেতা। এ ছাড়া তাঁর অন্য কোনো পদ নেই। তাহলে সেই অবস্থায় তিনি সরকারি মঞ্চের মূল চেয়ারে বসলেন কীভাবে? এমনকি শুধু তাই নয়, ফিতে কেটে কার্নিভালের সূচনাই-বা করলেন কেন, যেখানে পাশে খোদ রাজ্যের মন্ত্রী উপস্থিত ছিলেন? মঞ্চে উঠে প্রথমেই বক্তব্য রাখতে শুরু করেন অনুব্রত মণ্ডল। সকলকে এক সঙ্গে চলার বার্তা দেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছেই, প্রশাসনিক এই অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল কীভাবে মূল চেয়ারে বসতে পারেন?
আগে বারবার অনুব্রত মণ্ডলকে নানা বিতর্কে জড়াতে দেখা গিয়েছে-- কখনও বিতর্কিত মন্তব্য, কখনো তাঁর গাড়িতে লাল বাতি ব্যবহার! এবার আর চেয়ার-বিতর্ক। ফের সেই বিতর্ক তৈরির ছবিই দেখা গেল, জেল থেকে বেরিয়ে আসার পরে। এবার একেবারে সরকারি অনুষ্ঠানের মূল মঞ্চে মূল চেয়ারে তিনি। আবার শুধু তাই নয়, ফিতে কেটে কার্যত কার্নিভালের সূচনাও করলেন।