স্বাস্থ্যে জট কাটাতে ফের উদ্যোগ নিল সরকার। আজ, সোমবার স্বাস্থ্যভবনে IMA-সহ সব চিকিত্সক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠক শেষে তিনি বলেন, 'আমরা সবার কথা শুনেছি। ওদের পয়েন্টসগুলি নোটও করলাম। দাবি নিয়ে যখন কথা হল, আমাদের বক্তব্য় পরিষ্কার ছিল, ১০টার মধ্যে ৭টা দাবি যা আছে, কিছুটা শুরু হয়েছে, কিছুটা কাজ চলছে। আমরা নজরদারিও করছি। সুপ্রিম কোর্টের নির্দেশে অনুসারে কাজগুলি করা হচ্ছে। ওদেরকে জানালাম। স্টেটাস রিপোর্ট ২ আগে পাঠিয়েছিলাম'।
মুখ্যসচিব জানান, '৩টি দাবি নিয়ে নির্দিষ্টভাবে যেরকম জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হয়েছিল, সেভাবে ওরা টাইমলাইন চাইল। আমরা পরিষ্কার বললাম, এই ইস্যুতে কোনও টাইমলাইন দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যখন ঠিক হবে, তখন সেই হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩টে বিষয় নিয়ে একটু মতপার্থক্য হল'।
সূত্রের খবর, এদিন দুপুর পৌনে ১টা থেকে সাড়ে ৩টে অবধি বৈঠক হয় স্বাস্থ্য়ভবনে। বৈঠক শেষে চিকিত্সকরা বলেন, 'জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি করেছে, সেগুলি ন্য়ায়ঙ্গত। সেই দাবিগুলি না মেনে সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে মুখ্যসচিব ভাসা ভাসা প্রতিশ্রুতি দিলে হবে না। ১০ দিন ধরে অনশন চলছে। এভাবে মেনে নেওয়া যায় না'। মৌখিক নয়, সরকারের কাছে লিখিত আশ্বাসের দাবি জানান তাঁরা।