‘দশটির মধ্যে ৭টি দাবিই পূরণ করা হয়েছে’, জুনিয়র ডাক্তারদের অনশন তোলার অনুরোধ মুখ্যসচিবের
প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৪
ক্ষীরোদ ভট্টাচার্য: দাবিমতো অধিকাংশ কাজ হয়ে গিয়েছে। সামান্যই বাকি এবং তা সময়সাপেক্ষ। এই যুক্তি দেখিয়ে অবশেষে জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহারের আর্জি জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার ৮ চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে মুখ্যসচিব একথা জানালেন। বললেন, ”আমরা আবেদন করছি, এবার অনশন তুলে নিন আপনারা। আপনাদের ১০ টা দাবির মধ্যে সাতটা কাজই হয়েছে। বাকি যা আছে, তা আমরা নজরে রেখেছি। কাজ এগোচ্ছে।”
সোমবারের বৈঠকে চিকিৎসক সংগঠনগুলিও দশ দফা দাবির নির্দিষ্ট তিনটির উপর জোর দেন। তার মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিবের ইস্তফা। তা নিয়ে আলোচনায় মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিব বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি বলে অভিযোগ সংগঠনের প্রতিনিধিদের। তবে মুখ্যসচিব নিজে জানান, ”ওঁরা সকলে নিজেদের মতামত জানিয়েছেন। অনশন নিয়েও কথা হয়েছে। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণে আমরা কতটা এগোলাম, তা নিয়ে কথা বলেছি। আমরা জানিয়েছি যে দশটার মধ্যে ৭টা দাবিই পূরণ করা হয়েছে। ওঁরা বলেন, বাকি কাজ কবে হবে, সেই সময় বলতে। কিন্তু এসব কাজে কোনও সময় বেঁধে দেওয়া যায় না। সেটা আমরা ওঁদের জানিয়েছি।”
এর পরই মুখ্যসচিবের আবেদন, ”অনশন যাঁরা করছেন, তাঁরা দয়া করে এবার তুলে নিন। দিন দিন আপনাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তা নিয়ে আমরাও খুবই উদ্বিগ্ন। বরং আসুন, আমরা সবাই মিলে কাজ করে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নতিতে নজর দিই। তাতে সকলের ভালো হবে।” এই মুহূর্তে কলকাতা ও উত্তরবঙ্গ মিলে বিভিন্ন হাসপাতালের ৮ জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। সোমবার দশম দিনে পড়ল এই অনশন। তাঁদের মধ্যে অসুস্থ হয়ে কেউ কেউ হাসপাতালে ভর্তি। প্রায় ফি দিন কেউ না কেউ অসুস্থ হচ্ছেন। এনিয়ে সরকারের উপর চাপ বাড়াচ্ছেন অনেকেই। এই পরিপ্রেক্ষিতে ৮ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করে সরকারকে অনশন তোলার বিষয়টি মনে করিয়েছেন। আর তার পরই মুখ্যসচিবের এই আবেদন।