• টয়লেটে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন তনয়া! ২১৬ ঘণ্টা অনশন করছিলেন জুনিয়র ডাক্তার
    হিন্দুস্তান টাইমস | ১৫ অক্টোবর ২০২৪
  • মাথা ঘুরে টয়লেটে পড়ে গেলেন অনশনকারী ডাক্তার তনয়া পাঁজা। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার তনয়া। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আজ দুপুর থেকেই তনয়া অসুস্থ বোধ করছিলেন। পেটে অসহ্য ব্যথা হচ্ছিল। মাথা ঘুরছিল। কমে গিয়েছিল রক্তচাপ। অত্যধিক দুর্বল হয়ে পড়েন। সেজন্য মেডিক্যাল টিমের নজরদারিতে রাখা হয়েছিল। ডাক্তাররা হাসপাতালে ভরতি হওয়ার কথা বললেও তাতে রাজি হননি তনয়া। সেভাবেই অনশন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু রাতে শৌচাগারে যাওয়ার পথে মাথা ঘুরে পড়ে যান। অজ্ঞান হয়ে যান। প্রাথমিকভাবে ধর্মতলার অনশন মঞ্চেই তাঁর চিকিৎসা করা হয়। তারপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে। তাঁর শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে রীতিমতো ক্ষোভের সুরে জুনিয়র ডাক্তাররা বলছেন যে অনশনের ২১৬ ঘণ্টা পার হয়ে গেল। রাজ্য সরকারের এখনও টনক নড়ল না।

    তবে শুধু তনয়া নয়, অনশনরত একাধিক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি আছেন। প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অনিকেত মাহাতো। ১০ অক্টোবর রাত থেকে হাসপাতালে ভরতি আছেন। ১২ অক্টোবর সকালে অসুস্থ হয়ে পড়েন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সাইকিয়াট্রি বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া অলোক বর্মা। তিনি উত্তরবঙ্গেই অনশন করছিলেন।


    সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়েন কলকাতা মেডিক্যাল কলেজে এন্ডোক্রনোলজি বিভাগের অনুষ্টুপ মুখোপাধ্যায়। তাঁকেও হাসপাতালে ভরতি করা হয়। রবিবার অসুস্থ হয়ে পড়েন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া পুলস্ত্য আচার্য।


    ১) অর্ণব মুখোপাধ্যায় । 

    ২) স্নিগ্ধা হাজরা । 

    ৩) সায়ন্তনী ঘোষ হাজরা । 

    ৪) সৌভিক বন্দ্যোপাধ্যায় । 

    ৫) পরিচয় গুপ্ত ।

    ৬) আলোলিকা ঘোড়ুই ।

    ৭)  সন্দীপ মণ্ডল ।

    আরও পড়ুন: রাজ্যপাল রেস্ট নিচ্ছিলেন, তাই আমাদের অপেক্ষা করতে হয়, দাবি ডাক্তারদের, উনিই শ্লীলতাহানিতে অভিযুক্ত, কটাক্ষ দেবাংশুর
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)