শহরে দুষ্কৃতি তাণ্ডব, রেস্তোরাঁয় ঢুকে মারধরের অভিযোগ
আজকাল | ১৫ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফের দুষ্কৃতি তাণ্ডব শহর কলকাতায়। দমদমের এক রেস্তোরাঁয় ঢুকে তাণ্ডবের অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগও করেছেন দোকানের মালিক দম্পতি।
মালিক দম্পতির অভিযোগ, গতকাল রাত দুটো নাগাদ হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতি এসে হুমকি এবং মারধর শুরু করে। ইতিমধ্যে সেই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ৭৫ বছর বয়সী বৃদ্ধ হাত জোড় করছেন কিন্তু দুষ্কৃতীরা তাঁর মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে। দোকানের মালিকের অভিযোগ পুলিশকে জানানোর পরেও সিঁথি থানা কোনওরকম ব্যবস্থা নেয়নি এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
আতঙ্কিত ব্যবসায়ী বলছেন কীভাবে তিনি ব্যবসা করবেন! কারণ অভিযুক্তরা বলে গিয়েছে কিছুদিনের মধ্যে ভাঙচুর করবে রেস্তোরাঁ। ইতিমধ্যেই ঘটনা জানাজানি হওয়ায় তদন্তে নেমেছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ চলছে। পুরনো কোনও শত্রুতা এর পিছনে রয়েছে, নাকি অন্য কোনও কারণ তাও খতিয়ে দেখছে পুলিশ।