• পুজোয় যাত্রী পরিবহণে রেকর্ড পূর্ব রেলের, ৪ দিনে ১.৬০ কোটি
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৪
  • এই সময়: দুর্গাপুজোর দিনগুলোয় যাত্রী পরিবহণের পুরোনো রেকর্ড ভেঙে নতুন নজির পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের। সোমবার সংস্থার বাণিজ্য বিভাগ জানিয়েছে, পুজোর দিনগুলোয় হাওড়া ডিভিশন ৬০ লক্ষ এবং শিয়ালদহ ডিভিশন ১ কোটির বেশি যাত্রী পরিবহণ করে নতুন নজির গড়েছে।সংস্থার পক্ষ থেকে এ দিন জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদহ—দুই ডিভিশনই ২০২৪-এর দুর্গাপুজোয় যত সংখ্যক যাত্রী পরিবহণ করেছে, সেটা অতীতের যে কোনও পুজোর রেকর্ডকেই ভেঙে দিয়েছে। এই বছর হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে সপ্তমী থেকে দশমীতে ৬০ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেছেন। এই দিনগুলোয় সর্বোচ্চ যাত্রী পরিবহণের রেকর্ড ছিল ২০২৩-এর পুজোয়। এক বছর আগে হাওড়া ডিভিশন ৫২ লক্ষ ৬১ হাজার যাত্রী পরিবহণ করেছিল। এক বছরের মাথায় এই ডিভিশনে যাত্রী বেড়েছে ১৩ শতাংশেরও বেশি।

    অন্য দিকে, শিয়ালদহ ডিভিশনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ১ কোটির বেশি যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেছেন। ওই দিনগুলোয় প্রায় প্রতিদিনই গড়ে ২০ লক্ষ করে যাত্রী ট্রেনযাত্রা করেছেন। শিয়ালদহ ডিভিশনে পুজোর দিনগুলোয় এত দিন সর্বোচ্চ যাত্রী পরিবহণের রেকর্ড ছিল ২০২৩-এ। ওই বছর ৯৫ লক্ষ ৩৬ হাজার যাত্রী এই ডিভিশনে যাতায়াত করেছিলেন। এই বছর যাত্রীর সংখ্যা আরও ৫.১৬ শতাংশ বেড়েছে—এমনটাই সংস্থার হিসেব।
  • Link to this news (এই সময়)