• দমদম স্টেশনে যান্ত্রিক সমস্যা, অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৪
  • অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ দমদম স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা যায় বলে সূত্রের খবর। এর ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। অফিস টাইমে এই ঘটনায় চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয় বহু যাত্রীকে।মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দমদমে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তা ঠিক হয়ে যাবে এবং স্বাভাবিক হবে পরিষেবা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি।

    অফিস টাইমে এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। দমদম স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষারত অয়ন নাগ বলেন, 'মেট্রোতে যাতায়াতের অন্যতম কারণ যানজট এড়িয়ে সময়ে অফিস পৌঁছনো। কিন্তু এই সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সময়ে দপ্তরে পৌঁছনো অসম্ভব। কখন পরিষেবা স্বাভাবিক হবে কিছু জানি না।' একই সুর শোনা গেল অপর মেট্রো যাত্রী নন্দিতা রায়ের কণ্ঠে।

    তিনি বলেন, 'আমি দমদমে পৌঁছনোর পর শুনলাম মেট্রো বন্ধ। অগত্যা বাসে অফিসে যেতে হচ্ছে।' মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, সোমবারই ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার -সুতানুটি মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ফলে বেশ কিছুক্ষণ ব্যাহত ছিল পরিষেবা।
  • Link to this news (এই সময়)