সংবাদদাতা, কাকদ্বীপ: বিজয়া দশমী উপলক্ষ্যে কয়েক হাজার পথচলতি মানুষকে মিষ্টিমুখ করালেন সাগরের এক ব্যবসায়ী। সকাল থেকে তিনি সাগরের দিগম্বরী এলাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরের ওই ব্যবসায়ীর নাম অসীম পাল। বিজয়া দশমী উপলক্ষ্যে সকলকে মিষ্টিমুখ করানোর আয়োজন করেছিলেন তিনি। রবিবার তিনি সকালবেলায় চা ও বিস্কুট দেন পথচলতি নাগরিকদের। প্রায় ৮০ লিটার চা বানানো হয়েছিল। দুধ চায়ের পাশাপাশি লিকার চায়ের ব্যবস্থাও ছিল। এছাড়াও বিকেল হতেই কয়েক হাজার পথচারীকে তিনি মিষ্টিমুখ করান। এজন্য প্রায় আড়াই কুইন্টাল জিলিপি বানানো হয়েছিল। প্রত্যেক পথচারীর হাতে ছ’টি করে জিলিপি, ঝুরিভাজা ও দই তুলে দেওয়া হয়।
এ বিষয়ে অসীমবাবুর এক বন্ধু অরিন্দম পাল বলেন, গত চার বছর ধরে বিজয়ার দিন অসীম নিজের উদ্যোগে বন্ধুদের সঙ্গে নিয়ে পথচারীদের মিষ্টিমুখ করান। এছাড়াও দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি মহালয়া ও মাঘী পূর্ণিমার দিন পুণ্যার্থীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেন। নিজস্ব চিত্র