• একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার তৃণমূল নেতা
    হিন্দুস্তান টাইমস | ১৫ অক্টোবর ২০২৪
  • দশমীর রাতে গ্রামে রামযাত্রা দেখতে বেরিয়ে তৃণমূল নেতার লালসার শিকার এক নাবালিকা। এই ঘটনায় মালদার বৈষ্ণবনগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের তুমুল বিক্ষোভের জেরে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির দাবি, অভিযুক্ত তৃণমূল নেতা হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ।


    পড়তে থাকুন - 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের?

    নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিজয়া দশমীর সন্ধ্যায় গ্রামে রামযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। তখন তাকে ধানক্ষেতে তুলে নিয়ে যায় যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে সে। তখনই নাবালিকার চিৎকারে সেখানে ছুটে আসেন কয়েকজন গ্রামবাসী। ওই তৃণমূল নেতাকে হাতে নাতে ধরে ফেলেন তাঁরা। অভিযুত্ত তৃণমূল নেতার সঙ্গে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যও ছিলেন বলে অভিযোগ।

    পরিবারের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা হওয়ায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এতে নির্যাতিতার পরিজন ও বিজেপি থানায় বিক্ষোভ দেখালে পুলিশ অভিযোগ গ্রহণ করে। এর পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।


    তদন্তে নেমে নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তৃণমূলের দাবি, দল অভিযুক্তের পাশে নেই। আইন আইনের পথে চলবে। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)