'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের
হিন্দুস্তান টাইমস | ১৫ অক্টোবর ২০২৪
আজ বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে পুজো কার্নিভাল। রেড রোডে যখন সেই কার্নিভালের প্রস্তুতি চলবে, তখনই আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'দ্রোহের কার্নিভাল' করতে চান ডাক্তাররা। এই আবহে বিকেল ৪টের সময় ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। রানি রাসমণি রোডে মানববন্ধনের ডাক দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। যদিও পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। আর এবার ডাক্তারদের এই 'দ্রোহের কার্নিভাল' ঠেকাতে কড়া পদক্ষেপ করল পুলিশ। রিপোর্ট অনুযায়ী, ধর্মতলা সংলগ্ন এলাকাগুলিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।
পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ডক্তারদের মানববন্ধন কর্মসূচি থেকে অশান্তি ছড়াতে পারে। এছাড়াও পুজো কার্নিভালে সমস্যাও হতে পারে। যদিও এর আগে গতকাল আন্দোলনকারী ডাক্তার দেবাশিস হালদার দাবি করেছিলেন যে পুজো কার্নিভাল ব্যাহত করার কোনও ইচ্ছে তাঁদের নেই। তারপরও পুলিশ ডাক্তারদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। এদিকে পুলিশি অনুমতি নিয়ে গতকাল দেবাশিস হালদার দাবি করেছিলেন, পুলিশের থেকে দ্রোহের কার্নিভাল কর্মসূচির কোনও অনুমতি চাওয়া হয়নি। তাঁদের শুধু এই বিষয়ে অবগত করা হয়েছিল ডাক্তারদের তরফ থেকে। এদিকে দ্রোহের কার্নিভালে মুখ্যসচিব মনোজ পন্থকেও আমন্ত্রণ জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
এরই মাঝে ১৫ অক্টোবরের জন্য রানি রাসমণি রোড এবং তৎসংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। নির্দেশিকায় বলা হয়েছে, পূর্বে ডোরিনা ক্রসিং থেকে পশ্চিমে নেতাজি মূর্তি পর্যন্ত। উত্তরে হাওড়া মেট্রোর গ্রিন চ্যানেল এবং রানি রাসমণি পার্ক থেকে দক্ষিণে সেন্ট্রাল বাস টারমিনাস এবং ভবানীপুর তাঁবু পর্যন্ত কোথাও কোনও জমায়েত নিষিদ্ধ থাকবে। এছাড়া পূর্বে মেট্রো চ্যানেলের পুলিশ ফাঁড়ির পিছন দিক হয়ে জওহরলাল নেহরু রোডের ধার বরাবর ডোরিনা ক্রসিং পর্যন্তও ১৬৩ ধারা জারি থাকবে। উত্তরে এসপ্ল্যানেড রো পূর্ব থেকে দক্ষিণে রানি রাসমণি এভিনিউ পর্যন্ত জারি থাকবে ১৬৩ ধারা। এর পাশাপাশি প্রেস ক্লাব সংলগ্ন ফুটপাথ, মেয়ো রোড, আউটরাম রোড, কেপি রোড, রেড রোড এবং ডাফরিন রোড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে , স্ট্র্যান্ড রোডে নিষিদ্ধ করা হয়েছে জমায়েত।