কোন কোন রাস্তা বন্ধ থাকবে পুজো কার্নিভালের জন্য? কোথা দিয়ে হাঁটবেন? রইল তালিকা
হিন্দুস্তান টাইমস | ১৫ অক্টোবর ২০২৪
আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। এবার পুজো কার্নিভালের বহর আরও বেড়েছে। ৯০টির বেশি পুজো কমিটি এবার কার্নিভালে অংশগ্রহণ করবে। যাতে আরও বেশি সংখ্যক দর্শক কার্নিভাল দেখতে পান, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আর সেই পরিস্থিতিতে আজ কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। কোনও কোনও রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কোনও কোনও রাস্তায় আবার নির্দিষ্ট গাড়ি অন্য কিছু চলতে দেওয়া হবে না। পার্কিংয়ের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকছে। কোন কোন রাস্তায় কী কী বিধিনিষেধ থাকছে, তা দেখে নিন।
১) এক্সাইড মোড় থেকে হেস্টিং মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত এজেসি বোস রোডে সবরকম পণ্যবাহী গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ থাকবে। বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত সেই বিধিনিষেধ মেনে পণ্যবাহী গাড়ি চলাচল করবে। তারপর থেকে মহালয়া এবং দুর্গাপুজোয় যেরকম নিয়ম ছিল, সেটা মেনেই বিধিনিষেধ কার্যকর হবে।
২) খিদিরপুর রোডের হেস্টিং ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত অংশে গাড়ি চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র কার্নিভালে যাওয়া গাড়ি এবং দ্বিতীয় হুগলি সেতুর গাড়িগুলিকে চলতে দেওয়া হবে। দুপুর ২ টো থেকে সেই বিধিনিষেধ কার্যকর করবে পুলিশ। যতক্ষণ কার্নিভাল চলবে, ততক্ষণ সেই বিধিনিষেধ কার্যকর থাকবে।
৩) দুপুর ২ টো থেকে এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তরমুখী হসপিটাল রোডে কোনও গাড়ি চলাচল করবে না। যতক্ষণ না কার্নিভাল শেষ হচ্ছে, ততক্ষণ সেই বিধিনিষেধ কার্যকর থাকবে।
৪) যখন প্রয়োজন হবে, তখন জওহরলাল নেহরু রোডের ক্রসিং থেকে পশ্চিমমুখী মেয়ো রোড বরাবর শুধুমাত্র স্টিকার সাঁটানো গাড়ি চলতে দেওয়া হবে।
৫) যে দর্শকরা হেঁটে যাবেন, তাঁদের এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, আউটরাম রোড, মেয়ো রোড বা রানি রাসমণি অ্যাভিনিউ দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খিদিরপুর রোড এড়িয়ে যেতে বলেছে পুলিশ।
৬) যাঁরা বাস, ট্রাম বা মেট্রোয় করে আসছেন, তাঁদের এসপ্ল্যানেড বা পার্কস্ট্রিটে নামতে হবে। আর তারপর নির্দিষ্ট রাস্তা দিয়ে যেতে হবে তাঁদের।
৭) পরিস্থিতির উপরে নির্ভর করে প্রয়োজন মতো গাড়ি ঘোরানো হতে পারে। সেই সিদ্ধান্ত নেবেন ডিউটিতে থাকা অফিসাররা।
১) রেড রোড।
২) লাভার্স লেন।
৩) কুইন্সওয়ে।
৪) পলাশি গেট রোড।
৫) এসপ্ল্যানেড র্যাম্প।
ওই রাস্তাগুলিতে দুপুর ২ টো থেকে গাড়ি চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ কার্নিভাল চলবে, ততক্ষণ সেই বিধিনিষেধ জারি থাকবে। তাছাড়া কার্নিভাল সংক্রান্ত কাজের জন্য মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত রেড রোড বন্ধ রাখা হবে। আর সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত রেড রোডে প্রয়োজন মতো যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।
১) চৌরঙ্গী রোড।
২) ক্যাথিড্রাল রোড।
৩) জওহরলাল নেহরু রোড।
৪) কুইন্সওয়ে।
৫) মেয়ো রোড।
৬) স্ট্র্যান্ড রোড।
৭) চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং গণেশচন্দ্র অ্যাভিনিউের মধ্যে বেন্টিঙ্ক স্ট্রিটের পশ্চিম দিকের অংশ।
৮) আরএন মুখার্জি রোড ।
৯) হেয়ার স্ট্রিট।
১০) গভর্নমেন্ট প্লেস ।
১১) রানি রাসমণি রোড এবং এসপ্ল্যানেড রো ওয়েস্ট থেকে গভর্নমেন্ট প্লেস ওয়েস্ট।
আরও পড়ুন: Droho Carnivals of Doctors: কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা?