১৫ অক্টোবর (মঙ্গলবার) এক দিনের জন্য রানি রাসমণি অ্যাভেনিউ এবং আশপাশের এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। সোমবার রাতে এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার স্বাক্ষরিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে চার জনের বেশি কেউ জড়ো হতে পারবেন না। লাঠি বা কোনও অস্ত্র নিয়েও ঘোরা যাবে না। পাশাপাশি কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভও প্রদর্শন করা যাবে না ১৬৩ ধারা জারি থাকা এলাকায়।
কোন কোন জায়গায় নিষিদ্ধ হচ্ছে জমায়েত?
এর আগে ত্রিধারাকাণ্ডে অভিযুক্তদের জামিন দেওয়ার সময় কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছিল, পুজোর কার্নিভালে কোনও ভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। হাই কোর্টের ১১ অক্টোবরের ওই নির্দেশের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার। তিনি জানিয়েছেন, রানি রাসমণি অ্যাভিনিউ বা তার আশপাশের এলাকায় দ্রোহের কার্নিভাল নামে একটি প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা চলছে। সেটির কারণে রেড রোডে পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটনার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষেরও সমস্যা তৈরি হতে পারে এবং অশান্তি ছড়াতে পারে। সেই কারণেই এই নির্দেশ।