নবান্ন অভিযানে তৃণমূলের এক শীর্ষ নেতার শিশুকন্যার সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগে বিজেপির দুই মহিলা কর্মীকে গ্রেফতার করেছিল ফলতা থানা। পরে তাঁদের জেল হেফাজতও হয়। ওই দুই মহিলার আইনজীবীরা কোর্টে অভিযোগ করেছিলেন যে, পুলিশি হেফাজতে তাঁদের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। তার ভিত্তিতে কারা কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি ভরদ্বাজ। মহিলাদের জামিনে মুক্তি দেন তিনি এবং নির্যাতন নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানায় রাজ্য।
এ দিন শুনানিতে মহিলাদের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত অভিযোগ করেন যে, নিম্ন আদালতে হেফাজতে নির্যাতন নিয়ে কোনও অভিযোগ জানানো হয়নি। হাই কোর্টে মামলার মূল নথিতেও সিবিআই তদন্তের আর্জি ছিল না। ওই দু’জন জামিনও পেয়ে গিয়েছেন। এজলাসে উপস্থিত সিবিআই অফিসার জানান যে, এখনও মামলা দায়ের করেননি তাঁরা। ডিভিশন বেঞ্চের এ দিন পর্যবেক্ষণ, যে হেতু মূল মামলাকারীদের কোনও আইনজীবী উপস্থিত নেই, তাই মামলা নিয়ে বিশদ শুনানির সুযোগ নেই।