আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। দেশ জুড়ে অনশনে জুনিয়র ডাক্তারেরা। আর কী নজরে দিনভর…
আনন্দবাজার | ১৫ অক্টোবর ২০২৪
রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। পুজোর আয়োজন করতে গিয়ে হিমশিম অবস্থা মধ্যবিত্ত বাঙালির। বাঙালির মাথাব্যথা মূলবৃদ্ধি নিয়ে। দেবীকে ফল, মিষ্টি-সহ নৈবদ্য সাজিয়ে দেওয়ার রীতি। কিন্তু ধনদেবীর পুজোর আয়োজন করতে গিয়ে পকেটে টান পড়ছে গেরস্থের। ফল, ফুল, আনাজের পাশাপাশি মূর্তির দাম বেড়েছে। লক্ষ্মী পুজো উপলক্ষে আনাজ বাজারে সব কিছুর দাম দু’দিনের মধ্যেই ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আজ বাজারদর কেমন থাকে সে দিকে নজর থাকবে।