• বিসর্জন-শোভাযাত্রা বয়কট, মিছিল-কর্মসূচি বিজেপির
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৪
  • এই সময়: রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল বয়কটের ডাক দিয়ে আজ, মঙ্গলবার মহানগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বড় মিছিল করতে চলেছে গেরুয়া শিবির। তবে এই মিছিল সরাসরি দলের ব্যানারে না করে বিশিষ্টজনদের সামনে রেখে করা হবে বলে বঙ্গ বিজেপির দাবি। কলেজ স্ক্যোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলের পরিকল্পনা থাকলেও কলকাতা পুলিশ কলেজ স্ট্রিট থেকে সুবোধ মল্লিক স্ক্যোয়ার পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে।শুভেন্দু সোমবার জানিয়েছেন, জাতীয় পতাকা, মশাল এবং হাতে শঙ্খ নিয়ে এই মিছিল হবে। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, 'দুর্গাপুজোর শাস্ত্র সংক্রান্ত বিধির সঙ্গে কার্নিভালের কোনও সম্পর্ক নেই। তাই ওটা বয়কট করুন।'

    রেড রোডের কার্নিভালের কাছেই রানি রাসমণি অ্যাভেনিউতে আজ, মঙ্গলবার চিকিৎসকদের সংগঠনগুলির যৌথ মঞ্চ দ্রোহের কার্নিভাল করতে চলেছে। ইতিমধ্যেই এই কর্মসূচি নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে চিকিৎসক সংগঠনগুলির টানাপড়েন চলছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু কলকাতায় কার্নিভাল বিরোধী মিছিলের প্রস্তুতি শুরু করে দেওয়ায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, 'বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে। পাঁজি দেখে দুর্গাপুজোর দিন ঠিক হয়, সেটা দেখে প্রশাসন কার্নিভালের দিন ঠিক করে। পুজোকে আরও আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে।'

    কার্নিভালকে বয়কটের ডাক দেওয়ায় শুভেন্দুদের বাংলা বিরোধী বলেও চিহ্নিত করেছে তৃণমূল। কার্নিভাল বিরোধী মিছিলের পরে রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি। শুভেন্দুর বক্তব্য, 'লক্ষ্মী পুজোর পরে ব্লক স্বাস্থ্য কেন্দ্র, জেলা স্বাস্থ্য আধিকারিকদের দপ্তর ঘেরাও করা হবে। সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সে জন্য এই আন্দোলন হবে।'
  • Link to this news (এই সময়)