• বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ ভোগান্তির পর আপাতত স্বাভাবিক মেট্রো পরিষেবা
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটের জেরে বিপাকে পড়লেন যাত্রীরা। আজ, মঙ্গলবার সকালে আচমকাই দমদম স্টেশনে মেট্রোর চাকা থমকে যায়। জানা যায়, বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তাই দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ থাকে মেট্রো পরিষেবা। এদিন সকাল পৌনে ৯টা থেকেই পরিষেবা ব্যাহত হয়। যার ফলে চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের। একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রোর রেকগুলি। তবে বিক্ষিপ্তভাবে পরিষেবা চালু ছিল। খবর পেয়েই দ্রুত মেরামতির কাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। তারপর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। কিন্তু এতক্ষণ পরিষেবা বন্ধ থাকার ফলে অনেক অফিস যাত্রী বাসে বা অটোতেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন। একই ভাবে গত শুক্রবার অষ্টমী-নবমীতে প্রায় ৩০ মিনিট বিদ্যুৎহীন ছিল বরানগর মেট্রো স্টেশন। যার ফলে টিকিট কাউন্টার, স্মার্ট গেট সহ যাবতীয় ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফের এদিন এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা।
  • Link to this news (বর্তমান)