• শিল্প-শহরে পুজো কার্নিভালে রতন টাটাকে শ্রদ্ধা, চমক দিয়ে হাজির মিমিও
    প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৪
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে ট‌্যাবলো শিল্পের শহরের পুজোর কার্নিভালে।শারদোৎসবের শেষ বেলাতেও চমক। দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভালে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। কার্নিভালের শুরুতেই সুর বেঁধে দেন শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তা। চমকের এখানেই শেষ নয়। এবার দর্শকরাও সুযোগ পেলেন সেরা বাছাইয়ে ভোটদানের। তৃতীয় বর্ষের কার্নিভালে ‘ভিউয়ার্স চয়েস’ ক্যাটাগরিতে ভোট দিলেন প্রায় হাজার তিরিশ দর্শক।

    সোমবার বিকেল চারটে থেকেই দুর্গাপুর মহিলা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় কার্নিভাল। উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ। প্রথমেই দুর্গাপুর বণিক সভার ট্যাবেলো শিল্পপতি প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে। পুলিশ হাজির ‘যাত্রী সাথী’ অ্যাপ ব্যবহারের উপযোগিতা নিয়ে। এর পর একে একে আসতে থাকে পুজো কমিটিগুলি। মোট ১৪টি পুজো কমিটি এবার যোগ দেয় তৃতীয় দুর্গাপুর কার্নিভালে। ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটির ‘নারী সুরক্ষায় এগিয়ে বাংলা’ থিমে আর জি করের ঘটনা তুলে ধরায় বিতর্ক বাধে।
    শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর কার্নিভালের থিম ছিল বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টি। বুদ্ধবিহার, নবারুণ, ডুমুরতলা, অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, পলাশডিহা, মার্কনি দক্ষিণ পল্লি, ক্লাব স্যান্টোস গুরুনানক রোড মহিলা সমাজ সর্বজনীন, উর্বশী, চতুরঙ্গ, স্থানীয় একটি বৈদ্যুতিন চ্যানেল ও মধ্যপল্লি সর্বজনীন পুজো কমিটি অংশ নেয় এবারের কার্নিভালে। অধিকাংশ পুজো কমিটিই দুর্গাপুজোর থিমকেই একটু সাজিয়ে নৃত্যের মাধ্যমে পেশ করে কার্নিভালে। এবার ‘রাজস্থান’ দুর্গাপুরের বেশ কিছু বিগ বাজেটের পুজোর থিম ছিল। কার্নিভালেও রাজস্থানের সংস্কৃতিকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরে পুজো কমিটিগুলি।

    দুর্গাপুরের তৃতীয় পুজো কার্নিভালে প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা পেয়েছে মার্কনি দক্ষিণপল্লি সর্বজনীন। দ্বিতীয় হয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা পেয়েছে নবারুণ ক্লাব। তৃতীয় চতুরঙ্গ সর্বজনীন পেয়েছে ১ লক্ষ টাকা। বুদ্ধবিহার নিয়মানুবর্তিতায় সেরা। পুরস্কার ২৫ হাজার টাকা। কার্নিভালে অনলাইনে ‘ভিউয়ার্স চয়েজ’-এ জয়লাভ করেছে শঙ্করপুর। তারা ভোট পেয়েছে ৪ হাজার ৩২৬। পুরস্কার ২৫ হাজার টাকা।
  • Link to this news (প্রতিদিন)